আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ ইং
  • ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
  • ২রা শা'বান, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, রাত ১২:৫৩
কলকাতায় আ. লীগের বৈঠক থেকে ১৮ দিনের কর্মসূচি ঘোষনা

কলকাতায় আ. লীগের বৈঠক থেকে ১৮ দিনের কর্মসূচি ঘোষনা

mini-logo
প্রকাশিতঃ

 

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
ক্ষমতা হারানোর প্রায় ছয় মাস পর ১৮ দিনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার থেকে মাঠে নামতে চায় তারা। বর্তমান অন্তর্র্বতী সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করার কথা জানিয়েছে তারা।

এর আগে শুধু ১০ নভেম্বরের নূর হোসেন দিবস পালন করতে দলীয় নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছিল।
এবারের কর্মসূচি বাস্তবায়নকে মাঠে ফেরার পরীক্ষা হিসেবে দেখছে আওয়ামী লীগ।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাঙ্গরা এলাকায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল দলের প্রথম ওয়ার্কিং কমিটির সভা। ওই অঞ্চলে একটি বাসায় অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার বাসাতেই স্থানীয় সময় বিকেল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে ওয়ার্কিং কমিটির যেসব সদস্য অবস্থান করছেন তারা প্রায় সবাই বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতে থাকছেন না এমন সদস্যরা এতে ভার্চুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে সভায় যুক্ত ছিলেন।
সভার কথা শুনেন এবং নিজে নির্দেশনা দেন। ওই বৈঠক থেকেই ফেব্রুয়ারির কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া এবং কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

এতদিন বিদেশের মাটিতে সভা সমাবেশ করেছে আওয়ামী লীগ। বাইরে থেকে ধীরে ধীরে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল দলটি। এ যাত্রায় ১৮ দিনে পাঁচ ধরণের কর্মসূচির প্রস্তাব করে দলের ওয়ার্কিং কমিটি।

এর মধ্যে— এর মধ্যে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত সারা দেশে জনমত গড়ে তুলতে লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে। আগামী বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালন করা হবে। মাঝে তিন দিন বিরতি দিয়ে ১০ ফেব্রুয়ারি সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হবে। এর পরের সপ্তাহে অবরোধ ও হরতাল ডাকা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি ও ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল পালন করবে আওয়ামী লীগ।

কর্মসূচি ঘোষণার বিবৃতিতে দলটি হুঁশিয়ারি দিয়েছে, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা দেওয়া হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ওয়ার্কিং কমিটির সেই বৈঠকে অংশ নেওয়াদের একজন বলেন, দলের নীতিনির্ধারণী ফোরাম থেকে কর্মসূচির ঘোষণা এসেছে। দলের সভাপতি শেখ হাসিনা কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানার প্রকাশ্য ঘোষণা দিয়েছে সরকার। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না—এমন কথা জানিয়েছেন। গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না’।

দলীয় কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার, বিরোধী রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত নেতারা আওয়ামী লীগের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে- এটি স্পষ্টত বোঝা যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রকোপ তুলনামূলক কিছুটা কমলেও ভয় কাটেনি। এমন পরিস্থিতিতে কর্মসূচি পালনের ক্ষেত্রে মাঠে হামলা ও মামলার ঝুঁকি দুটোই থাকছে।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ যুগে যুগে গড়ে ওঠা দল। এই দল একদিনে বড় হয়নি। কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে। হামলা মামলার ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে অন্তর্র্বতী সরকারের পতন আওয়ামী লীগ করবে।

কর্মসূচী নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন, এত বড় দল, এটার ‘ফাংশন’ লাগবে। তৃণমূলের নেতাকর্মীদের বাগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কর্মীদের উজ্জীবিত করতে হবে, মাঠে ফিরতে হবে। গণতন্ত্র চর্চায় এমন কর্মসূচির বিকল্প নেই।

আওয়ামী লীগের অভিযোগ, তৃণমূল পর্যায়ের কয়েক শ’ সাবেক জনপ্রতিনিধির সঙ্গে ছাত্ররা যোগাযোগ করছেন। তারা যে দলটি করবেন সেখানে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের তারা যুক্ত করতে চান। এটিও দল ভাঙ্গার একটি কৌশল হিসেবে কাজ করছে।

দলের সভাপতিমণ্ডলীর এক সদস্য কালের কণ্ঠকে বলেন, দল ভাঙ্গার একটা চেষ্টা চলছে, সামনে এটা আরো বাড়বে। ‘ক্লিন’ নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। দলের ভাঙন ঠেকাতে কর্মসূচি গুরুত্বপূর্ণ।

এ সম্পর্কিত আরো খবর

মেঘনা নদীর দু’পাশ দখল করে এখনো চাঁদাবাজি করছে কারা- ভিপি নুর

    এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, পুরুনো ব্যবস্থা দিয়ে নতুন বাংলাদেশের রাজনীতি চলবে না। ৭২-৭৫...

Read more

ঢাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ

    এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : অজ্ঞাত স্থান থেকে ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিনে লিফলেট বিতরণ করেছে দলটির কর্মীরা। শনিবার (১...

Read more

জেলা বিএনপির সভাপতি-সম্পাদক পদে আলোচনায় যারা

  এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ : ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর বিলুপ্ত করা হয় জেলা বিএনপির কমিটি। কেন্দ্র কর্তৃক প্রেরিত বিলুপ্তির চিঠিতেই...

Read more
সম্পাদকঃ

কামরুল ইসলাম সোহেল

প্রকাশকঃ

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

নিবদ্ধনঃ

এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪.কম সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

৭৮ বঙ্গবন্ধু সড়ক, ফজর আলী ট্রেড সেন্টার(৬ষ্ট তলা)
নারায়ণগঞ্জ – ১৪০০
মীম শরৎ মিডিয়া
ফোনঃ 01711126588
ইমেইলঃ nganjnewsexpress24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
Web Solution – Since 2009