এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। রবিবার (২ ফেব্রæয়ারী) বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল মাসুদ জানান, বিকাল সোয়া ৪ টারদিকে রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় মিলনে বাড়ীতে গোলাম কিবরিয়া মালিকানাধীন ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে হঠাৎ গোডাউনে আগুন জ্বলে উঠে। কিছুক্ষনের মধ্যে গোডাউনে মজুদ থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্র্বূাচল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে গোডাউনে মজুদ থাকার বিপুল সংখ্যক গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে বিপুল পরিমান ক্ষতিসাধন হয়েছে কারখানার ম্যাসেজার জহিরুল ইসলাম দাবী করেন। তবে কোন হতা হতে ঘটনা ঘটেনি। আগুনে সুত্রপাত কিভাবে হয়ে প্রাথমিকভাবে জানায়নি বলে ফায়ার সার্ভিস আরো জানান।
জানাযায়, গত ৪ বছর ধরে টঙ্গী এলাকার গোলাম কিবরিয়া গোয়ালপাড়া এলাকা মিলন মিয়া বাড়ীতে ঘর ভাড়া নিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে সেথান থেকে আশে পাশের এলাকায় গ্যাস সরবরাহ করে আসছে।