এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়নগঞ্জ দুর্র্ধষ সন্ত্রাসী পেশাদার কিলার মিল্টনের ছোট ভাই আরেক দুর্র্ধষ সন্ত্রাসী শহরের চিহ্নিত ছিনতাইকারী,কিশোর গ্যাং প্রধান ম্যাকলিন ডেভিল হান্টের জালে পাকড়া হয়েছে।যৌথ বাহিনীর অভিযান ‘ডেভিল হান্ট অপারেশনে’ দুর্র্ধষ সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়। ম্যাকলিন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ক্যাডার বলে পরিচিত৷ সে নারায়নগঞ্জে চিহ্নিত ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রধান হিসেবে পরিচিত। তার কাছে রয়েছে অস্ত্রের ভান্ডার।নারায়নগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সশস্ত্র সাজে সজ্জিত হয়ে নিরীহ ছাত্র জনতার ওপর হামলা চালায়।চাষাড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলে অস্ত্রহাতে ম্যাকলিন গ্যাং’র তান্ডবের চিত্র পাওয়া যাবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি বর্ষণ ও হামলার অভিযোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ৷
পরে ফতুল্লা মডেল থানার একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়৷
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “ডেভিল হান্ট অভিযান জেলায় অব্যাহত আছে৷ ওই অভিযানে ম্যাকলিন গ্রেপ্ততার হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে৷” ম্যাকলিনের সহযোগী সজলকেও আটক করলে অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যাবে বলে এলাকাবাসী জানায়।
স্থানীয়রা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে দুর্র্ধষ মেহেদী খন্দকার ম্যাকলিন শহরবাসীর কাছে আতঙ্কের নাম৷ বিগত বিএনপি সরকারে আমলে ম্যাকলিনের বড় ভাই ভাড়াটে কিলার মিন্টন কে র্যারের ক্রসফায়ারের নিহত হওয়ার খবর চাউর ছিল।তবে তার লাশের সন্ধান পাওয়া যায়নি।
মিল্টন নিহত হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে ম্যাকলিন।চাষাড়া এলাকার আরেক দুর্র্ধষ সন্ত্রাসী চিহ্নিত ছিনতাইকারী তানিমের শেল্টারে শহরে ছিনতাই রাহাজানিতে মেতে ওঠে ম্যাকলিন। চাষাড়ায় তানিম গ্রুপের সদস্য আতাউরকেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তর চাষাড়া থেকে নিরীহ ছাত্র জনতার ওপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করতে দেখা গেছে। তানিম ও আতাউর এখন চাষাড়া চত্বরে ছিনতাই, রাহাজানি ও কিশোর গ্যাং’র নেতৃত্ব দিচ্ছে। চাষাড়া চত্বরে ছিনতাই কারার জন্য তার রয়েছে একটি ছিনতাইকারী ও প্রতারক চক্র। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে চাষাঢ়ায় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিদিন মহড়া দিয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে৷