এনগঞ্জনিউজএক্সপ্রেস২৪ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেসরকারি এক ব্যাংকে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের কাঁচপুরে ওই ব্যাংকের এসির কম্প্রেসরে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২২)।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে কাঁচপুর ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসর মেরামতের সময়ে তুহিন ও রাফি নামের দুই যুবক বিস্ফোরণে দগ্ধ হন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি।